যদি কবি হই কোন কালে-
আমি লিখে দেব পাথরের গালে
অভাগা গাঙ চিলের নাম ।
তুমি ছুঁয়ে যাবে ভালোবাসি বলে ।
যদি কবি হই কোন কালে
নিশাচর নিঃশ্বাস প্রাণ ফিরে পাবে,
মরা শোক কাব্যের কথা হয়ে রবে,
কাটাকুটি খেলা যত সন্ধ্যা-সকালে
ফিরে পাবে নুয়ে যাওয়া দাম ।
যদি কবি হই কোন কালে
তোমার বাড়ির সুবোধ ছেলে
বইয়ের পাতা খুলে, সুর-তালে
পড়ে যাবে রবীন আফরিন নাম। জন্মদিনে,
রেডিওতে-সেলফোনে
বেজে উঠবে মনে রাখার গান ।
লোক দেখাবে অজস্র সম্মান ।
তোমার অন্তর কুঁড়ে খাবে,
হাতড়ে বেড়াবে সংবিধান,
এই সেই ছেলে ! দিয়েছে হৃদয় কোন কালে
চেয়েছে আমায় ভালোবাসি বলে,
আজ কোনো নেই সমাধান ?
তাই তো বলি, ফিরে এসো প্রেমিকা-
এখনো হইনি কবি, এখনো এ দেহে রয়েছে প্রাণ ।
(৬জুন ২০২১)