যদি প্রেমিকা হতাম
তোমায় একগুচ্ছ গোলাপ দিতাম ।
বলতাম তুলে রেখো সিন্দুকে,
পাপড়িগুলোর হিসেব নেব বছর কুড়ি পর ।
যদি প্রেমিকা হতাম
কাজল চোখে , আলতা পায়ে
তোমার কাঁধে হাত রেখে বলতাম
চলো একটা জীবন হই না যাযাবর ।
তোমার গাম্ভীর্য শিহরণ জাগাতো আমার শরীরে
তোমাকে দেখার ছলে কলস কাঁখে এমনি যেতাম পুকুরে
রূপকথার ঐ নদীর তীরে আঁকতাম কুঁড়ে ঘর ।
যদি প্রেমিকা হতাম ,
দেশ জুড়ে রোজ ঢাক পিটতাম-
তুমিই আমার বর ।।