আমি ঈশ্বর কে দেখেছি।
নীতি আর নিয়মের হইহুল্লোড়ে
তিনি ফলাহার করেন।
তিনি কাজে ব্যস্ত থাকেন,
কিংবা বউয়ের পছন্দ নয়,
তাই তিনি কোনদিন আসেন না।
পাঁঠার হিসাবও নেন না।
শুধু আমি গুনে রাখি
এ বছর একশো বিশ!
উদ্বোধনী মঞ্চে নেতা ফিতা কাটে
একগাদা ফোন হাতে,
কে ফোঁটা দিল, উত্তরীয় কে নিয়ে নিল
খেয়াল রাখে না, তেমনই ঈশ্বর...
ব্যস্ত ভারী,হাজার দায়িত্বের ভারে।
কিংবা ওসামা বিন লাদেনের মতো
লুকিয়ে আছেন
জনসমক্ষে সহস্রাধিক প্রশ্নের ভয়ে...
তিনি আসেন না বলে-
তাঁর নিরামিষী সেবক লুকিয়ে বিরিয়ানি খায়,
তিনি আসেন না বলে-
তিন যজ্ঞের বুড়ো ব্রাহ্মণ সন্ন্যাসী নয়,
তিনি আসেন না বলে-
সন্ধ্যা প্রদীপ হাতে মেয়েরা হিন্দি গান গায়।
আমি ঈশ্বর কে দেখেছি
জ্যামিতিক দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক রূপে।
আমি ঈশ্বর কে দেখেছি
যে ভাবে বীজগণিতে এক্স ধরে।
আমি ঈশ্বর কে দেখেছি
যুগান্তরের ঘুমের ঘোরে।।