প্রিয়ম্বদা, বাজছে বাঁশের বাঁশি ,
প্রিয়ম্বদা, লুকোও কাঁচের গুলি,
প্রিয়ম্বদা, চুপটি করে বসো,
প্রিয়ম্বদা, ডোঁ এর প্রত্যাশী ।
প্রিয়ম্বদা, কচ্চিটি নও তুমি,
চোদ্দোতে পা ধিঙ্গি পনার ছুটি ।
সিঁদুর রাঙা হলদে বরণ খামে,
পত্র পাঠায় কৃষ্ণ দাসের নাতি ।
প্রজাপতির ভীষণ দয়া তোরে,
খড়ের ঘরে চাঁদ যে উঁকি মারে,
পাত্র ভালো কাজ নেই আর ভেবে,
সাত সকালেই জীবন সুখের হবে ।
খেলনা বাটির বিদায় দেওয়ার পালা,
পুতুল কনে সাজবি রে লক্ষ্মীটি ।
আকাশ ভাঙে প্রিয়ম্বদার ঘাড়ে-
মাটির পুতুল ঘুমোবে কার কোলে?
গাঁয়ের পথের নিঁখুত পরিচিতি
ভুলতে হবে এক টানেতে ফেলে!
শিশু মনের আলগা বাধা ঠেলে
কন্যা বিদায় । পিতার দায় সারে ।
হলদে চিঠি হলুদ ছোঁয়া খামে,
দাসের নাতি আশায় দিন গোনে ।
লগ্ন এলো শেষের প্রহর গুনে,
কনে যাত্রি বরকে আগলে আনে,
ছাতনা তলায় অগ্নি-মন্ত্র পাঠে
প্রিয়ম্বদা দরজাতে খিল আঁটে ।
ডাকাডাকি হাঁকছে গোটা পাড়া,
কনে ঘরে চুপটি করে একা,
বছর গেলো স্তব্ধ নিদারুণ-
হলদে খামে গঙ্গা নিমন্ত্রণ ।
(রচনাকাল- 13/12/2019)