তুমি ক্যাফে যাও,ছবি আঁকো, ফানুস ওড়াও
শপিং করো, গান করো, আলপনা দাও
বিয়ে দাও, বিয়ে খাও, বেপরোয়া গালি দাও
সদর্পে রাজকন্যা রাজকোষ ওড়াও।
অফিসিয়ালি শীতের শুরু হল কবে?
জানা নেই..!তুমি ঘুরে এলে কার্শিয়াং।
হিমের ধবল বল হল কাড়াকাড়ি
আমি জানলায় দারিদ্র্যের ছা মানুষ করি।
শখ করি, প্রেম করি-
আমার অর্ধেক জীবন কেটে গেল
বাকি জীবনটা গোছানোর প্রত্যাশায়!
তুমি হোলি খেল,
আবির সুন্দর করে গালে লেগে যায়
আমার মাথায় বাঁধে বিচ্ছিরি ঢিবি,
ঘামে-চামে একাকার... বেমানান!
দেখতে ভালো হলেই সব কিছু ভালো হয়,
শ্যামল কমল সব লুটেপুটে খেতে চায়।
তোমাকে চমকে দেওয়া গেল না আর,
তোমাকে জড়ানো আমার হল না আর,
তোমার চকচকে বিড়াল
আমার ঘাড়ে উঠবে না কোন দিন!
হোক না সে লোমহীন।
বাদ থাক, জিতে যাক,
হাতের মুঠোয় সব শক্তি জমানো থাক
গুরু বলে মানি যারে, সেই যদি পাল্টি মারে!
আমার আফরিন সমুদ্রে হারায়।
তুমি বুঝি এমিলি ডিকিনসন্?