এক প্রহরে থমকে গেছে বেলা,
এক আকাশে থমকে গেছি দুই,
মনখারাপের মেঘলা আবরণে,
আবছায়াতে আস'লি ভেসে তুই ।
বৃষ্টি সকাল কাঁদায় আমায় আজ,
তোর স্মৃতিরা ঘুমোয়নি কো মোটে,
সুখ বাগিচায় দুখের স্বর্ণলতা,
তোর তরি আজ অন্য খেয়াঘাটে ।
এক পশলা বৃষ্টি আসে রোজ-ই,
হৃদ জুড়ে ছায় শুষ্ক কালাহারি,
বর্ষা নামায় বাষ্প হীনা মেঘে,
বাঁচার আশে রোজ যে প্রাণে মরি ।
ঘুম কাননে আত্মা মাখা ভাতে,
নতুন প্রেমিক জমকালো প্রেম বোনে,
সবুজ বাতি তার শিয়রে আঁটা,
লাল বাতিতে বেঁধেছো প্রাক্তনে ।
পূব জানালা আর খুলিনা মোটে,
আঁধার ঘরে মোমবাতিটাই আলো,
হঠাৎ আলোয় চোখটা যদি জ্বলে,
একার ঘরে একলা আছি ভালো ।
ডাকছে রে কেউ ঝাড়ছে ধুলো মনে,
প্রেম পাখি তাই আশার বাসা বোনে,
পুরোনো সুর বাজবে যেদিন রাগে,
একটু ডাকিস হারিয়ে যাওয়ার আগে ।।
রচনাকাল- ২৭|১০|২০১৯