ঠিকানা দিলাম আলতা সিঁদুর মাখা
ঠিকানা দিলাম এ শ্রাবণ বুক চিরে
ঠিকানা দিলাম চিবুক ছোঁয়া স্মৃতি,
ঠিকানা দিলাম আবার এসো ফিরে।
ঝড়ের রাতের গহন এলো কেশী
মেঘ ভাঙ্গা মন বৃষ্টি বাঁধন হারা
ঠিকানা দিলাম সবুজ ঘাসে ঘাসে-
বিকেলে এসো বুড়িগঙ্গার ঘাটে।
ঠিকানা দিলাম এক সাথে পথ হাঁটা
ঠিকানা দিলাম রৌদ্রে ওড়না ঢাকা
ঠিকানা দিলাম তারার ঝিকিমিকি
যুগ্ম দেহ আঁধার কালো মাখা।
ঠিকানা দিলাম কুরুঞ্চি-কাশ বন,
বৃষ্টি যেদিন ভেজালে আমার মন।
ঠিকানা দিলাম চার-সড়কের মোড়ে
যেখান থেকেই ঘোরা যায় ত্রিভূবন।
ঠিকানা দিলাম তিন সত্যির খাম।
ঠিকানা দিলাম দিব্যি দেওয়ার দাম।
ঠিকানা দিলাম ফ্লপ্ হওয়া সিনেমার
কর্ণার সিটে লিখে ছিলে তুমি নাম।
ঠিকানা দিলাম গানের ভরা খাতা,
ঠিকানা দিলাম সোহাগ আদর মাখা।
সুর দিলে না, তৈরি হয়নি বলে
সুর বুঝি ওই ভাত হাঁড়িতে ফোটে?
ঠিকানা দিলাম আমার তোমার ঘর।
ঠিকানা দিলাম কে আপন কে পর।
ঠিকানা দিলাম অশ্রু ঝরা দিনের।
আকাশ-কুসুম ভাবলে কবে আর।
যেদিন তোমায় শরৎ ছুঁয়ে ছিল!
যেদিন তোমায় হেমন্ত সুখ দিল!
যেদিন তোমার গ্রীষ্ম বদমেজাজি!
সেদিন আমি কাল বোশেখী ঝড়।
ঠিকানা দিলাম ইন্সটাগ্রাম রিলে
ঠিকানা দিলাম জিমেল্-হটমেলে,
সরিয়ে নিলাম মনের ধুলো বালি
স্বপ্ন দোষে তোমার ছোঁয়া পেলাম।
তবু যদি রুক্ষ তপোবনে ফুল ঝরে-
ঠিকানা দিলাম, আবার এসো ফিরে।।