পথের নিয়মে তোমার সঙ্গে দেখা হয়ে যায়
বোবা জিরাফের মতো বসে থাকি,
কথা হয় না কভু ।
অবলা তুমি কী আমি? বোঝা দায় !
তবু স্বাগতা, চেয়ে দেখো কখনো এ চোখে-
যেখানে কথা ছিলো "সঙ্গ মৃত্যুর"
সেখানে ছায়াহীন মরু আর দিগন্ত রোদ্দুর
বসন্তের বাতাস হু-হু করে উড়ে যায় ।
স্বপ্নের ভাঙা কংক্রিট পড়ে রয়েছে অসভ্যের মতো।
হেরে গেছি দেওয়ানীর মামলায়,
সাখ্যের অভাব ।
ওরা দাঁড়িয়েই দেখেছে শুধু ।
পাহাড়ের মতো দুঃখ, একাকী মাঝ রাত,
ঘুম বিহীন বিছানা, বর্ষার অভিশাপ,
যা কিছু পাওনা পেয়েছি সবেই,
বাকি নেই কিছু ।
পার্কে,শান বাঁধানো ঘাটে যাচ্ছো স্বাগতা?
যেওনা ।
ও দিকে শ্রমিকদের কোলাহল ভীষণ
তবে যদি যাও উত্তর খুঁজে রেখো-
"পরিবর্তন টা কেমন গুছিয়ে নিয়েছো জীবন ।"
আমি মানি না দুর্বাসার অভিশাপ
বিশ্বাসী নই পরজন্মের প্রত্যাশায় ।
তোমাকে দেখাতে ইচ্ছে করে মানুষের মানবিকতা
উপুড় হয়ে মরে যাওয়ার আগে,
আরও একবার হেরে যেতে চাই তোমার কাছে
নিঃস্ব হতে চাই পৃথিবীটাকে ওলটপালট করে ।
সাম্রাজ্যবাদের ইতিহাস...
মন বেবাকি এক সমুদ্দুর গল্প খুলে বসে
বিভেদের জানালায় গোটা দুই নুপুরের তাল ।
ছন্দ বিহীন ।
দূর থেকেই কোমল ঠোঁট দুটো স্পর্শ করি স্মৃতি খুঁজে ।
হিসেব মেলাতে থাকি ফিরতি ফেরিওয়ালার মতো।।