নদীর জলে তাকিয়ে
ধূসর গোধূলি খুঁজেছি ।
তোমার অলক্ষ্যে বারান্দায় বেঁধেছি দড়ি
যে ডোরে মাদারী বানর কে নিজের করে রাখে ।
খেলা দেখে না কেউ । ব্যস্ত শহর ।
ধুলো জমেছে তাই ।
স্মৃতির সিন্দুক ভরিয়ে দিয়েছে বিকেল,
একটা সমুদ্র সাঁতরে পেরোলে তুমি ।
বিস্ময় তাকিয়েছি...
চলে গেলে, ফিরবে না বলে ।