কথা হল একটা দুটো মিনিট
             কথা হল এইতো প্রথম বার,
   সেই কবে যে তোমায় দেখেছিলাম
আজকে চেনা হল তোমার স্বর।
    অপেক্ষমাণ দাঁড়িয়ে আছি আমি
হিসেব মেলাই এক-দুই-তিন-চার,
    অপেক্ষমাণ ফেনিল স্রোতস্বিনী
তুমি বললে ডিউটি যাবে বর।
যুগ পেরোলাম যুগের'ই অতল
     ইচ্ছে হলো তোমায় ছুঁয়ে দেখি
     ইচ্ছে হলো কাজল টেনে দিই
     ইচ্ছে হলো তোমার কোলে শুয়ে
দেরি করার হিসাব চেয়ে নিই।
     তোমার মনে অন্য অনুভূতি,
     তোমার হাত সংসারে যে বাঁধা,
     তোমায় কিছু বলতে যাওয়ার আগে-
তুমি বললে হাসবে সারা পাড়া।
     আমি এখন সরাচ্ছি ধুলোবালি,
     আমি আবার তিরিশ হতে চাই
     আমি এবার রাস্তাঘাটে হেঁটে
সবার আগেই সিংহাসন টা চাই।