প্রাক্তনের মুখে ঝামা ঘষে দেওয়ার ইচ্ছে হয় মাঝে মাঝে । সময় মতো হাতের কাছে ইঁট পাই না বলে নিজেকে মানিয়েও নিতে হয় । অবকাশের অজুহাতে ব্যস্ততার দেওয়াল তুলি, ফিকিরি আঁটি ।
জ্বালামুখের পাড়ে অট্টালিকা বানানো বড়ো কঠিন কাজ !
লক্ষ্মীর সঙ্গে ওঠা বসা রয়েছে বহুদিন । তবু পাথুরে মাটিতে হামাগুড়ি ! হাঁটু ছড়ে যায় ।
ঘাম ঝরলেই টাকা সবাই জানে । তবুও জলন্ত আগুনে ছাই চাপা দিয়ে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, সাময়িক তৃপ্তির ছন্দে শুরু হয় "অন্ধকারে লক্ষ্যভেদ" ।