যেদিন পৃথিবীর সঙ্গে সমস্ত দেনাপাওনা মিটে যাবে , সেদিন জমজমাটি হল ঘরে সিগারেট জ্বালানোর দ্বিধা আমার আবেগ কে বাধা দেবে না । আমি মনের সুখে লোকালয়ের বাইরে একটা দামী চুরুট জ্বালাবো । দামাল ছেলের মতো দুড়দাড় করে দাপিয়ে বেড়াবো অতীত থেকে ভবিষ্যতের অদৃশ্য সিঁড়ি বেয়ে ।
  
সূর্যকে প্রদক্ষিণ করে নিতান্তই বয়স বাড়ানোর সখ আমার নেই, আর এ আজগুবি মহাজাগতিক নিয়ম আমাকে বাঁধতেও পারবে না । আমি এক অভিজ্ঞ দর্শক হয়ে জীবন নামক ধারাবাহিকের পর্বগুলো শুধু উপভোগ করে যাব ।
  
      শুনেছি বৃদ্ধ বয়সে তোমাদের আমোদের চেয়ে মানুষের বড়ো প্রয়োজন হয় ।