বছর দুয়েক...
যুগ এগোলো অযুত মাইল, লম্বা রাতে ।
ঘুম দেহ যেন ।
বিছানা স্মরণে নেই,চামড়ার রঙ ভুলে গেছি ।
ছেঁড়া কাঁথার গন্ধটাও নাক বোঝেনি ।
ঘুমন্ত মানুষ তো দেখা,গন্ধ পায় না ।
কল্প দুনিয়ায় তোমার নিপুণ শরীর,
আহা! কী নাক,কী চোখ ! জীবন যেন ।
ঘুম ভাঙলো ছাগলটার ডাকে,
দুরন্ত কান গুলো কাঁদালো আমায় ।
মাটি ছুঁলাম বিষন্নতায়, মরণ যেন ।
পারা খসে পড়া আয়নাটা দেখলো প্রতিসরণে-
নীচে,বহু নীচে রয়ে গেছি ,আবেগে...
শতাব্দী পরে ,জানো স্বাগতা -
আমিও আজ নিজেতে আফরিন হয়েছি ।
রচনাকাল- ১৭|১১|২০১৯