আমি এখন বড্ড বেশি রাত জাগি।
কেন জানেন?
নতুন কোনো ইস্যু আসবে, তারই অপেক্ষায়।
হয়তো শুনবো বুলেটের শব্দ,
মরে যাওয়ার আগে মুমূর্ষু মানুষের কষ্ট করে টেনে নেয়া শ্বাস।
কান আমার অন্ধকারে আড়ি পাতে,
কেন জানেন?
পুড়ে যাওয়া বস্তি কিংবা গুপচি গলির কুটকুট শব্দ শুনতে।
কোনো দম্পতি কিংবা নিষ্পাপ শিশুর দ্বগ্ধ আর্তনাদ শুনতে।
আমি আজকাল এক টুকরো আলোর দিকে চোখ টাঁটিয়ে চেয়ে রই
কেন জানেন?
কখন বাজবে নোটিফিকেশনের শব্দ-
কখন আসবে, নামে-বেনামে গুজবের সংবাদ।
আরো বেশি করে অপেক্ষার প্রহর গুনি।
কেন জানেন?
অপঘাতে মৃত্যু কিংবা ধর্ষণের খবর কাগজে ছাপবে বলে।
আমার মন শুধু পাশবিকতা খোঁজে,
বিকৃত, অমানসিক আনন্দ কুড়োয়।
ঘটনা আর দুর্ঘটনার শিকলেরা কখন নতুন বাঁকে মোড় নিবে,
কখন আবার নতুন করে বাজবে মৃত্যুর দামামা?
এই মৃত্যুপুরী আবার নতুন ভাবে অশান্ত হবে, কখন?
অপেক্ষায় থাকি, অপেক্ষায়!