আমি দু'চার নি:শ্বাসে ক্লান্ত হয়েছি বারংবার
তবুও পট এঁকেছি নতুন মুখের,
আমি ঘোরে বেঘোরে তপ্ত ঊষায়
আফিমের স্বাদে মত্ত থেকেও প্রহর গুনেছি অপেক্ষার।
দুবেলা রোজগারের আপিস শেষে
বেলা শেষের ঘণ্টা শুনেছি,
এখানে ক্লান্তি, শ্রান্তি, অবহেলা
অদূরে কোন রঙমঞ্চে কার জীবন ওঠে হেসে।
আমি সংসারের ওষ্ঠ ছুঁয়েছি তবুও
ওধারে স্বাধীনতা আর জীবন
কারা ডানা মেলে উড়ে
কেঁদেছি অগোচরে হেসেছি বা কভুও।