কোনো এক বৃষ্টি নামার দিন,
আলোর মত আশারাও জ্বলে আছে ক্ষীণ।
কোনো এক মেঘ ঘুমোটের দিন,
আটকে আছে বুকের ভেতর বিষাদের চিন চিন।
কোনো এক থমকে থাকা ক্ষণ,
আকাশটাকে করছে নকল আমার পাঁজি মন।
কোনো এক অল্প আলোর বেলা,
আমার ভিতর চলছে যেন আলো-কালোর খেলা।
কোনো এক কোলাহলের মেলায়,
হারিয়ে গেছি একলা আমি, নীরব নদীর ভেলায়।
অনুভবের পরে:
অনেক অনেক শব্দ বোনার আশ
প্রকাশ হয়তো অল্পকিছু, বাকিটুকু হ্রাস—
লিখতে বসার ক্ষণ পরেই,
পেলাম কাগুজে উপহাস।