যে তামান্না মনের মাঝে আছি ধরে
সুযোগ পেলে ফিরবো না আর মায়ার ঘোরে
সব ভুলে যে ছুটে যাবো দূর পাহাড়ে
ঘোড়ার লাগাম, খুড়ের ধুলোয় স্বপন পাড়ে।
কখনো বা মেষের পালের রাখাল হয়ে
তপ্ত দুপুর, ক্লান্ত বিকাল কুড়ের পাশে
পড়বো কুরআন সুর মিলিয়ে ধীর লয়ে
থাকবো বসে আমির কখন ডাকবো আশে।
দিনের শেষে রবের কাছে ভিখারী বেশে
দুহাত তুলে মাঙবো যে ভিখ ক্ষমার আশে
প্রভু আমার দয়ার আকর তাইতো জানি
এমন করে কাটাতে চাই প্রভুর দেয়া জীবনখানি।
ধরার বুকে যখন আবার নাববে নিশি
রবের সনে কইবো কথা যতো রকম ইচ্ছে-খুশি
শুকিয়ে যাবে মনের মাঝে জমা ক্ষত
অশ্রুগুলো মুছে দিবে ক্বলবে জমা ক্লেদ যতো।
~১৭ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ