কখনো কখনো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দেখি-
অনেকগুলো পা মাড়িয়ে গিয়েছে তীরে জমা বালি
পায়ের ছাপগুলোতে আধিপত্যের ছায়া আছে,
ছায়া আছে এগিয়ে যাওয়া উদ্যমের।
দুঃখের বিষয়- সেখানে আমার পদচিহ্ন নেই
কারণ তখনও আমি পেছনে পড়ে আছি,
তখনও করছি কল্পণায় সমুদ্র বিলাস।
আবার কখনো কখনো সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দেখি-
অনেকগুলো পায়ের ছাপ ফেলে গেছে অগ্রগামীরা
শুধু একজোড়া পদচিহ্ন উলটো পড়ে আছে যেন,
দলছুট হওয়া, পেছনে ফেরা এই ছাপ দুটোই আমার।
আমার কখনো সমুদ্রে যাওয়া হয়নি
কারণ, আমি কখনো পথেই নামি নি,
ঘর ছাড়িনি সমুদ্রে যাওয়ার অভিলাষে।