আমি জানি এই আলোর কী হাল
কেমন যাচ্ছে দিন
আমার প্রতি কদমে কদমে
কতোটা বাড়ছে ঋণ।
আমি জানি এই বিষাদ-বিভোর
প্রতিটা স্বপ্ন শেষে
হচ্ছে না তো চেষ্টা তেমন
ধুঁকছি অলস বসে।
প্রদীপ তলের কালোটুকু আমি
আলো-আধারির দোল
উপরি ধোঁয়া পাওনা আমার
কিংবা দহন বোল।
তবুও আমি শত আশা বুনি
সবুজ পাখি হবো
প্রতিটি ফোটা রুধির বদলে
উত্তম রিযিক পাবো।