: এই বিজন দুপুরে তোমরা ফুটে আছো কিসের আশায়?
ঘুঘুটাই বা কেন ডাকছে অনবরত? যেন বাড়াচ্ছে এই নির্জনতা!
: আমাদের আশা-ভরসা নেই তেমন,
তোমার কোলে যে শুয়ে আছে তাকে সঙ্গ দিতে চাই।
সে কি ভালো আছে, তুমি বলবে?
: এখবর প্রকাশের এখতিয়ার নেই যে আমার।
তার আত্মীয়রাও জানে না, এই যে এতোগুলো বছর—
সে কেমন কাটাচ্ছে দিন, একদম একাকী নিঃসঙ্গ।
তোমরা যে সঙ্গ দিবে তার এখতিয়ারও নেই।
এখানে যে আসে, তার পরিধি নিজেকে নিয়েই,
যা সে করে এসেছে, নিয়ে এসেছে সাথে শুধু এতোটুকুই।