কংক্রিটের খোয়ারে...
তুমি আমি পায়রা,
বারান্দায় ফোঁটা গোলাপ...
আমাদের টাইরা।
উনুনের তাপ,
তোমার কপাল বেয়ে ঘাম...
ঘাড় গলায় মাখামাখি;
-খুনতিটা দাও আমি একটু রাঁধি।
-এহ এসেছে আমার আকাজের ধারি।
-চুপ করে বসো তুমি।
মুখোমুখি আমাদের কত হাসাহাসি!
ভাতের দানা কটা লেগে আছে গালে,
ওড়না দিয়ে মুছে দিলে...
চুমু খেলে আমার কপালে;
-বড় হচ্ছ তুমি।
-কে বলেছে তোমাকে?
হাঁটু গেড়ে বসে পরি...
-দেখো তোমার পুঁচকে কে!
পিচ ঢালা পথে মাড়িয়ে যাচ্ছো তুমি...
চার দেয়ালের মধ্যে একা শুয়ে আমি,
সায়রে চিরকুট -
"এসে কিন্তু বুকে নিবে আমায়...
দেখো আমি জড়সড় হয়ে আছি।"
বার হাত জড়িয়ে রাখো অঙ্গে...
আমি পাশে পাশে বসি,
আদরের আহ্লাদে...
আমিও পাজি বড্ড বেশি।
নীল আকাশের দিকে তোমার দুচোখ...
আমার চোখ দুটো তোমায় দেখে ,
-আকাশ ওপরে আমায় দেখার কি আছে!
-আকাশ এত দূরে ভালোবাসা নিচে রেখে গেছে।
অভিমানে অভিমানী,
বড় বড় করো আঁখি...
আমি ভিতু কাঁথার নিচে লুকিয়ে পরি;
এলোমেলো বাক্যগুলোর তালে তালে নাচে চুড়ি...
আমি শুধু মাথা নাড়ি,
-সব ভুল আমারি।
ক্ষণিক তুমি হলে আড়াল...
গোটা বাড়ি চোষে ফিরি...
-কোথায় গেলে তুমি?
কপালে রেখা সারিসারি,
-ছাদে ছিলাম কাপড়গুলো নামাতে হবে তো নাকি!
-হবে না নামাতে আমি কেন তোমায় দেখিনি!
-শক্ত করে জড়িয়ে নিলাম পাগলটাহ,
এবার বসো আমি চা করি আসি।
ব্যস্ততার এই শহরে ভুলে যাইনি আমরা-
"কংক্রিটের খোয়ারে...
তুমি আমি পায়রা ,
বারান্দায় ফোঁটা গোলাপ...
আমাদের টাইরা।"