শহরে বন ডাকা হয়েছে...
পেশাজীবী কলমগুলো স্থীর,
টিভি তে খবর এসেছে...
সরকার ফরমান জারি করেছে;
বলবত হলো ১৪৪ ধারা।
জন্যশূন্য জনপদ,
হলের গণরুমে চলছে সভা সমাবেশ...
ব্যানার ফেস্টুন হচ্ছে লেখা;
কারতালি ভেসে এলো...
গণরুম থেকে আওয়াজ উঠল ...
"ভাংগা হবে তালা।"
স্লোগান মুখে মাথায় সাদা কাপড় নিয়ে বের হল তারা...
অপরাজেয় বাংলার সামনে সমবেত জনতা,
চিৎকার জুড়ে দিলো...
ডিন অফিস থেকে এলো চিঠি -
"তারা বরখাস্ত ...যারা ভাংগবে ১৪৪ ধারা।"
গায়ের শার্ট খুলে হাওয়ায় ভাসিয়ে দিল সেরা ছাত্রটা,
সমগ্র বাংলা একসাথে জোড় হল...
ব্যানার ফেস্টুনে লেখা-
" মেশিন গানের গোলা নয়...
গোলাপের কাটা বিঁধুক বুকে।"
রাস্তার দু-ধারে সারিবদ্ধ জনতা,
পিচগলা পথ ঢেকে দিচ্ছে ...
গোলাপের পাতা।
মাথার ওপর বোমারু বিমান,
কৃষ্ণচূড়া ছড়িয়ে উড়ে যাচ্ছে।
একদল শিশু মঞ্চের ওপর থেকে,
একঝাঁক সাদা পায়রা উড়িয়ে দিল।
রাইফেলের মুখ দিয়ে বেরিয়ে এলো,
শিউলির ধারা।
নবজাতক শিশুকে কাঁধে তুলে নিল পিতা,
প্রেমিকার আঙুল ছুল প্রেমিক,
বৃদ্ধার মায়ের কপালে চুমু খেলো পুত্র,
বাবার মাথায় হাত বুলিয়ে দিলো কন্যা,
করতালির শব্দ পুরো সমাবেশ স্থল জুড়ে।
মঞ্চের মাইকে ভেসে এলো কণ্ঠ -
"তোমাকে অভিবাদন প্রিয়তমা।"