তোমার চোখ দুটো কেবল আমায় মায়ায় বাঁধেনি,
অনেক বছর আগে রবি ঠাকুর তোমার প্রেমিক ছিলো...
আর তুমি তার সর্বনাশ।
তুমি নীল শাড়িতে শরীর জড়ালে কেবল আমি পাগল হই না,
বহু বছর আগে রুদ্র তোমার প্রেমিক ছিলো...
আর তুমি তার আকালের ভালবাসা।
তুমি খোলা চুলে পাশে আসলে...
তোমার কাজল কালো চুলের নেশা কেবল আমার একার ধরেনি,
হাজার বছর আগে জীবনানন্দ তোমার প্রেমিক ছিলো...
আর তুমি তার বনলতা।
ওরা তোমার বিংশ শতাব্দীর প্রেমিক...
আর আমি তোমার একবিংশ শতাব্দীর প্রেমিক,
ওরা যে হৃদপিণ্ডে দখল করে আছে...
আমি ঠিক সেই হৃদপিণ্ডের মালিক;
ওরা হাওয়ায় হাওয়ায় মিলিয়ে আছে...
কেবল আমি সশরীরে তোমার সামনে দাড়িয়ে আছি,
কেবল আমি পারি তোমার ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাস অনুভব করতে...
কেবল আমি পারি তোমার শাড়ির আঁচল ধরে টানতে...
কেবল আমি পারি তোমার খোলা চুলের ঘ্রানে মাতাল হতে...
ঈশ্বর কেবল আমাকে বরদান দিয়েছে;
তোমার পিঠের ওপর আমার আঙ্গুলগুলো হেঁটে গেলে...
আচমকা বুকের ভিতর তুমি লাল মুখখানা গুঁজে দিলে,
দু বাহু আগলে তোমায় জড়িয়ে রাখার...
লাল হৃদপিণ্ডে।