ও চোখ জোড়া ...
আমি দেখেছি ,
ও চোখের পাপড়িগুলো ...
বার বার নিম্মজিত হয়ে
আহবান করেছিলো আমায় ,
আমি কাছে থেকে দেখেছি ...
ও চোখ জোড়া !
ও চোখে মায়ার সাগর আছে ...
নিমিষেয় তলিয়েছি সে সাগরে ...
মায়ার আহবানে ।
ও চোখ জোড়া ...
আমি দেখেছি ,
ও চোখ জোড়া !
ও চোখে নেশা আছে ...
সুরার পাত্র কতোটায় বা আমায় উন্মাদ করে তোলে ...
তারও অধিক নেশা ধরেছে ,
ও চোখে চোখ রেখে ।
ও চোখ জোড়া ...
আমি দেখেছি ,
ও চোখ জোড়া !
আমার সর্বনাশ ...
আমার মরন দেখেছি ...
ও দু'চোখে ।