তাকে ভালোবাসি -
বিকেলের রোদে রংধনু হয়ে যাকে হাসতে দেখছি ।
তাকে ভালোবাসি -
মেঠো পথের বুকে কাঁদা মাখা পায়ে যাকে হাঁটতে দেখেছি ।
তাকে ভালোবাসি -
বেলে মাটির উঠনে শ্রাবণের ঝরা জলে যাকে ভিজতে দেখেছি ।
তাকে ভালোবাসি
সবুজ ঘাসের উপর নূপুর পড়া নগ্ন পায়ে যাকে নাঁচতে দেখেছি ।
তাকে ভালোবাসি -
আমাবস্যার আঁধারকে কাজল করে যাকে আঁখি রাঙ্গাতে দেখেছি ।
তাকে ভালোবাসি -
ভোরের রক্তিম সূর্যকে টিপ বানিয়ে যাকে কপালে পড়তে দেখেছি ।
তাকে ভালোবাসি -
খোঁপা করা কেশগুলো মুক্ত করে যাকে সকালের কোলে রাত নামাতে দেখেছি ।
তাকে ভালোবাসি -
শাড়ির ভাঁজে ভাঁজে প্রিয়তমর মন যাকে বাঁধতে দেখেছি ।