কলমগুলো ভেঙ্গে ফেলেছি ,
কলমের কালি তোমার কথা লেখেনি ...
চেয়ে দেখো আমার কলমদানি এখন শূন্য ।
কবিতাগুলোকে ঝুলিয়ে দিয়েছি ...
ফাঁসির কাষ্ঠে ,
কবিতাগুলো তোমার কথা বলেনি ...
চেয়ে দেখো ডায়রির প্রতি পাতা এখন নগ্ন ।
স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করেছি ,
স্বপ্নগুলোয় তোমায় দেখিনি ...
চেয়ে দেখো হৃদয়ের শ্মশানে তাদের কঙ্কাল নৃত্য ।
তুমিহীন এই অস্তিত্ব নিষ্প্রাণ ব্যর্থ ...
অস্তিত্বটাকে পুড়িয়ে মারবো ,
চেয়ে দেখো আমার দুহাতে আগুন ...
এখন আমি নিজেকে পোড়াতে যাবো ।