পৃথিবীর রক্ত বসন্তের সময়...
তোমার হাতে মেহেদীর আলপনা,
মানবতার চরম অপমান প্রিয়তমা।

জানালার কাঁচ চুরমার করে দিচ্ছে...  
মটরের গোলা,
এমন মুমূর্ষ সময়...
আমি তোমার সাইয়রে বাধা রবো..
এতো কাপুরুষতা প্রিয়তমা।

ইশ্বরে বিশ্বাসী মানুষগুলো...
আজ ইশ্বরকে আহবান করছে নেমে আসতে,
আর তুমি আয়নার সামনে বায়না ধরেছো নিজেকে সাজাতে...
এত তোমার নিছক পাগলামি প্রিয়তমা।

বাতাসে বয়ে যাচ্ছে বাঁচার আর্তনাদধ্বনি,
এমন সময় কি করো বল...
আমি তোমার কথা শুনি।

কামনের গোলা বেঁধ করেছে প্রাচীর...  
মানবতা ছিন্নভিন্ন জীর্ণ স্থীর;
সাদা কাপরের মিছিলে লোকের অভাব...
আর এমন সময় তোমার অঙ্গে লাল বেনারসিটা...
বড় বেমানান প্রিয়তমা।

খুদার আর্তনাদে কাঁদছে শিশু...
এমন সময় তুমি আমার পাতে তুলে দিলে মুরগীর ঝোল,
এত মানবতার নির্মম পরিহাস প্রিয়তমা।

এক মুঠো ভাত আর দু-টুকরো মাংস হবে,
ভালোবাসা দিয়ে পেট ভরাতাম।