তোমার উত্তপ্ত বাক্যগুলো নূপুরের ছন্দে ...
নেচে যায় আমার মনে ,
আমি যেনো হয়ে যায় শিশু ...
যে এখনো ক্লাস একে কিংবা দুইয়ে পড়ি।
আমি যেনো হয়ে যায় অবুঝ...
যে এখনি বুঝিনা রাতে চাঁদ দিনে সূর্য উঠে ,
আমার হাত ধরে জন্ম নিল কতশত কবিতা ...
সেই আমি তোমার কাছে এলে হয়ে যায় ফুটপাতের নুলো ভিকারি।
গোটা শহর জুড়ে আমার নাম ডাক ,
কেবল তোমার কাছে এলে আমি ভুলে যায় আমার সুনাম আছে ...
কেবল তোমার কাছে এলে সুনামগুলো হাওয়ায় মিলিয়ে যায়;
মনে হয় আরো একটু যদি সুনাম কুড়াই ...
তবে হয়তো তোমার পাশে আমাকে মানায়।
আমার ভাষণ শুনে করতালিতে ভরে উঠে মঞ্চের আনাচে কানাচে,
আর সেই আমি তোমার কাছে এলে বোবা বনে যায়।
দাবার চালে একবার কিংবা দু বারে আমি বাজিমাত করি,
বিপক্ষ বলে উঠে মহাশয় আপনি তো দুরদন্ত চালাক...
অথচ তোমার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসি পড়ি ;
হাতের গোলাপ এগিয়ে দেওয়া ছাড়া আর বেশি কিছু করতে পারিনা ।