আমার শীতল রক্তে কিছু বারুদ দাও,
গোলাপের বাগানে গ্রেনেড হোক চাষ।
তোমার কোমল ঠোঁটে গর্জে উঠুক স্লোগান -
"আমি আঁচল উড়াবার মুক্ত হাওয়া চাই ...
আমার সোনার বাংলায় ।"
আমার হাতে তুলে দাও মেশিন গান,
আমার কাধে বেঁধে দাও তোমার ওড়না,
আমার কপালে এঁকে দাও চুমু,
একটা কাঁকন ভরে দিও ব্যাগে,
বুক পকেটে তোমার একটা টিপ দিও লাগিয়ে।
আমি হাঁটতে চাই তাদের হেঁটে যাওয়া পথে ...
যাদের সাহসের কথা বীর গাঁথা সোনালী অক্ষরে লেখা ,
যাদের স্বপ্ন ছিল সোনার বাংলা...
আমি তাদের পথে হাঁটতে চাই আমাকে যেতে দাও প্রিয়তমা।
বুলেট বিঁধলে আমার বুকে তুমি ভালোবাসার খোঁজ করে দেখো...
আমাদের কাটানো দিনগুলোর ভিড়ে,
আমার রক্তে ভিজা শরীর ধরে তুমি মেহেদী রাঙ্গা করে নিও দুই হাত ...
আমি যে তোমার রাঙ্গা হাত দু'টো বড় ভালোবাসি।
যদি গ্রেনেডের আঘাতে ক্ষত বিক্ষত হয় দেহ...
তুমি হাসি মাখা মুখে লাল চুড়ি পড়ে নিও,
তোমার হাসি মাখা মুখ...
কাঁকনের ঝংকার ভালোবাসি।
আর যদি ফিরে আসি যদি আবার তোমার মুখ দেখতে পাই...
তুমি আমার বুকে তোমার কোমল হাত দুটোর আঘাত এনো,
তোমার লজ্জা রাঙ্গা মুখ গুঁজে দিও বুকটায় ।
প্রিয়তমা তবে আমি যায় আমাকে দাও বিদায় ...
দেখা হবে যদি ঈশ্বর চাই ...
"আমাদের সোনার বাংলায়।"