একটা স্বপ্ন এই টেবিল ওই টেবিল করছে...
একটা হৃদয় চাপা পড়েছে ফাইলের তলায়,
একটা আশায় ধুলা ভরেছে...
ময়লা জমেছে সাদা কাগজটায়।
দীর্ঘ হচ্ছে দীর্ঘশ্বাস...
হৃদয় যেনো ক্ষুব্ধ,
ভালোবাসা কড়া নাড়ে...
দেহ একা চার দেয়ালে আবদ্ধ।
বুকের মাঝে কবরের পর কবর...
কবরগুলো কার?
ছোট কাগজের আবেদন...
দরকার নিযুক্তি লেটার,
হাতে এলেই বিয়ের কার্ড টা ফিরে আসবে কেউ..
দরজা খুলে বাইরে আসবে কেউ...
কেউ কেউ কবরগুলো মাটির দোলা মনে করে...
গোলাপের চাষ করবে;
কেউ আবার নতুন করে স্বপ্ন বুনবে...
কবে আসবে!
দিন শেষ হয়তো কেউ বাঁচবে কেউ মরবে।