বাবু ,
দোষী কি কেবলই আমি  ...
তোমার কোন দোষ নাই !
আমি আঁচল ফেলি লজ্জা বেচি পেটের দায়ে  ...
তুমি নির্লজ্জের মতো কাপর খুলো যৌবনের দায়ে ,
বলো দেখি কার দোষে দোহায়ের কোন জায়গা নাই ।

বাবু ,
তোমার ইটের বাড়ি ...
দেয়ালে কোন ফাঁকফোকর নাই ,
তাই তো তোমার ভুলগুলো ...
ঘরের দেয়ালে আটকে থেকে যায় ।
আমার তো এই বেড়ার ঝুপড়ি  ...
ফুটো গলে ভুল বেরিয়ে যায় ,  
তুমি করলে বয়সের দোষ  ...
আমার দাগ চরিত্রে লেগে যায় ।  

বাবু,
তোমার ক্ষমতার জোর  ...
সমাজ তোমার গুণগান গায় ,
আমি নারী কিসের ক্ষমতা  ...
যে নাকি আবার দেহ বেঁচে খাই ।

বাবু,
তুমি ছদ্মবেশী ...
মুখোশের আড়ালেও চরিতবান,
আপন বেশে আমি নারী ...  
আমার একটু খোপা খুলে পড়লেই
হয়ে যায় বদনাম ।

বাবু,
যতক্ষণ তুমি আমার বুকে আমি হলাম রাজরানী ...
চাহিদা তোমার পূরণ হলেই আমি হয়ে যায় বেশ্যা নারী ।  

বাবু,  
কাপর তো তুমিও খুলো ...
টাকা দিয়ে নগ্নতা কিনো,
তোমাকে কি বলা যায়,
বেশ্যা তো আমাকেই বলে ...
তোমার কি কোন নাম নাই।

বাবু,
তোমার সংসার আছে ...
ছেলেপুলেও আছে জানি ,
কখনো কি ভেবে দেখেছো !
সেও একদিন হবে যৌবনা ...
আমার মতো কারও কাছে খুজবে না তো যৌবন সেলামি।

বাবু,  
মহাশয় আমি তো নরকে যাবো তোমার হিসেব তাই বলে ...
একটু হিসেব করো তবে তোমার জায়গা কই হবে !