তোমার বারান্দায় বেড়ে উঠছে ক্যাকটাস...
গ্রিলের ফাঁকে ঝুলছে কদম জোড়া,
কালো ধোয়ায় ঢাকা আকাশ...
রাস্তার মোড়ে মোড়ে লাল বাতির মেলা।
টেবিলের ওপরে ধুলা জমা ...
বইয়ের ভাঁজে কৃষ্ণচূড়া,
মুঠোফোনে আবদ্ধ অনুভুতি...
ফুরিয়ে আসছে মোমের সূতা।
আলমারির এককোণে নীল জামদানী...
অপেক্ষার হৃদয়ে হাহাকার,
আসছে বছর আসছি আমি...
লোকাল ট্রেনে মানুষের ভাগাড়।
তোমার জন্য স্বপ্ন বোঝায় দুচোখ আনছি...
এক ট্রাক জোছনা বোঝায় করেছি,
জীবনানন্দের প্রেমের কবিতা বলি...
জসীমের নীল আসমানি সাথে নিয়েছি;
কংক্রিটের নগরে সবই মেলে...
ভালোবাসা ছাড়া,
তোমার রাতে দেবে কে পাহারা...
আমার কবিতা পাগল পাড়া।
দু হাত জড়িয়ে আদর দিবো...
বানাবে আমায় কাঁথা,
বুকের পাঁজরে রাখবে মাথা...
বিনবো ভালবাসার নকশী কাঁথা।