কান পেতে শোনো
বৃষ্টি ও বাতাসের সিম্ফনি,
হয়তো ফিসফিসে স্বরে শুনতে পাবে
আমার সকল অব্যক্ত অনুরাগ
কিংবা অনুযোগের পঙক্তিমালা।

তোমাকে অধিকার নিয়ে
বলতে না পারা অনুভূতিগুলো
দীর্ঘশ্বাস হয়ে ভারি করেছে বায়ুমণ্ডল,
আজ তারই মুক্তির সুর খুঁজে পাবে
প্রকৃতির এই স্বতঃস্ফূর্ত দ্যোতনায়।

আমি মূক হয়ে বুকে চেপে রাখি
অসহ্য যন্ত্রণার বহর,
বুঝি সেই চেপে রাখা যন্ত্রণাগুলোর
তীব্রতা ছড়িয়ে দিতেই
মেঘেদের এমন উচ্ছ্বসিত বারি বর্ষণ!

আজ তুমি দু'হাত মেলে দিয়ে
অবগাহন করছ আকাশের উন্মুক্ত ফোয়ারায়;
অথচ আমার হৃদয়ের সরোবরে
ছিল তোমার অবাধ প্রবেশাধিকার!

তোমার প্রত্যাখ্যানে সেই সরোবরও
শুকিয়ে হয়েছে পরিত্যক্ত।
বলো তো, আমায় শুষ্ক করে দিয়ে
ভিজছ যে জলরাশিতে;
তা কি তোমায় শীতল করছে
নাকি বুকে বিঁধছে সূচের মতো?