বাতাসে ধ্বনিছে আযান;
মসজিদ নয়, ডাকছে তোমায় জান্নাতেরই বাগান।
মুমিন ছুটছে ভ্রমর বেশে,
সমর্পণের সুখ-আবেশে,
সিজদায় মন হচ্ছে শীতল, যিকরে সরব লিসান।

বাতাসে ধ্বনিছে আযান।

হাঁকিছে আল্লাহু আকবার,
ব্যাকুল ধ্বনিতে মুআজ্জিনের বেহেশতি ইশতেহার।
কাজ ও সাজের পাট চুকিয়ে,
অবসাদ আর ক্লান্তি ধুয়ে
সময় এখন মুসল্লিদের কাতারে শামিল হবার।

হাঁকিছে আল্লাহ আকবার।

জাগিছে মুমূর্ষু অন্তর;
রবের স্মরণে বইছে কলবে ইশকের নহর।
পাপের কলুষ মুছে দিয়ে,
সফেদ স্বচ্ছ হৃদয় নিয়ে
অশ্রু সঁপি তাঁর চরণে, মিলিত যুগল কর।

জাগিছে মুমূর্ষু অন্তর।