মাঝে মাঝে আর দশজনের মতো
আচরণ করতে ইচ্ছে করে।
ইচ্ছে করে—
মেজাজ খিঁচড়ে বসে থাকতে,
শুকনো মুখে বুক ভারি করতে,
অহেতুক চেঁচিয়ে উঠতে,
কারও কাছে বায়নার ছলে সমস্ত উগড়ে দিতে।
অথচ তখন নিজের ভারসাম্য
নিজেরই ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় থাকে না!
ভবের মঞ্চনাটকে সব ভূমিকায়
অভিনয় করার আশীর্বাদ সবাইকে দেয়া হয়নি।
একবার অন্যের পিঠে হাত রেখে
প্রবোধ দেয়ার অভ্যেস করে ফেললে
নিজের পিঠে দেয়াল ছাড়া কারও স্পর্শ মেলে না!