সব হারানোর কালে আমায়
দেবে কি খানিক ঠাঁই?
তুমি আঁচল তুলে নিলে
বলো না কোথায় যাই?
পায়ের তলায় নেই যে মাটি,
বিস্তর চোরাবালি;
আলোর তাপে মন পুড়েছে,
রাত মেখেছে কালি।
গলে গলে পড়ছে হৃদয়,
জমাট অনুভূতি;
গলদ ছকে ঘর এঁকেছি,
ব্যর্থ পরিমিতি।
হাঁটছি যখন একলা পথে,
হাতটা দেবে ছুঁয়ে?
বুকের জমিন ধুঁকছে খরায়,
আশ্বাসে দাও ধুয়ে।
যেদিক তাকাই, আবছা ভীষণ—
শিশির নাকি ধোঁয়া?
দাও চিনিয়ে হিম না আগুন,
বোধ যে আমার হাওয়া!
মহাকালের রসাতলে যেন
যাচ্ছি দেবে রোজ!
ফুরিয়ে গেলে ফিরিয়ে নিও,
দিও নীড়ের খোঁজ।