আমার কোনো দুঃখ নেই।
আমি কেবল পাথর চাপাই বুকের বামে,
বেনামি চিঠি যত্নে পুরি জীর্ণ খামে;
সকাল-বিকেল, হরহামেশা শূন্য হলেও
বৃথাই খুঁজি পূর্ণতা সেই একই নামে।
আমার চোখে অশ্রু নেই।
আমি আমায় দাবিয়ে রাখি দীর্ঘশ্বাসে,
আমার খুশি মজুদ করি সর্বনাশে;
যখন-তখন সূর্য মেঘে আড়াল হলেও
আলো ফোটাই মলিন হাসির ছদ্মবেশে।
বেদনা, সে তো আমার নেই।
তাই তো আমি অনুভূতি রাঙাই নীলে,
ফুঁকে নেভাই হৃদে যদি আগুন জ্বলে;
শিখার তেজ কমে না তবু, হাল ছেড়ে তাই
দিবস শেষে প্রলেপ লাগাই পোড়া দিলে।
আমার বিষণ্ন গল্প নেই।
মরচে ধরা স্মৃতি আছে অল্প কিছু,
রাতবিরেতে একলা পেলেই নিচ্ছে পিছু;
বাহারি রঙ-সুবাস মাখা ফুল কুড়ালেও
ভুল করে মন ঝরা ফুলেই সঁপে আঁসু।
দেখো, আমার ক্লান্তি নেই।
হয়তো খানিক শান্তি আছে শরণছাড়া,
সুপ্ত কিছু জেদি আবেগ কারণহারা;
ভ্রান্তিগুলো শাখা ছড়ায় বিনা বাধায়,
আমি তবু আপনাতেই হই আত্মহারা।