পাইবি না তুই পাড় যেদিন যাইবি আপনা ঘরে
ঝোপ জঙ্গলে থাকবে রে তর নিথর দেহ পড়ে।

কাল যাবে রে আসবে কাল
আসবে শত সকাল বিকাল
ফিরবি না তুই রে কেবল আর ছাড়লে ইহকাল
সওদা শেষে পূর্ব বেশে গিয়ে জুটলে কবর চরে
ওরে আপনহারা হইরে তুই ধাইবি আপন শ’রে
পাইবি না তুই পাড় যেদিন যাইবি আপনা ঘরে।

বাঁশপাতা আর কুলপাতারা ফুটবে গরম জলে
নেকি-গুনার মিশিল নামবে স্বচ্ছ পাহাড় ঢলে।

ফিতনায় করা শিরেক বিভেদ
হবেই রে তার হিসেব নিকেষ
রঙ তরীতে ঝং ধরবে রে মন করবি হাপিত্যেশ।
ওরে বুঝবি শীঘ্র কান্না তীব্র যাচ্ছে বিফল করে
বাও করে ঐ খোদায় স্মরতে হবি বিষম পেড়ে
পাইবি না তুই পাড় যেদিন যাইবি আপনা ঘরে।

মায়ার বাঁধন তুচ্ছ সাধন মাটি আস্ত রাখবে না
কিসের ছুটা আর কিসের পানে হুশ থাকবে না।

কি ভাবনা আর কি হবে রে মন
কিসের ধরা আর কিসের স্বপন
সওয়াব কড়ি নিঃস্বে মরি ওরে ছাড় পাইবি না।
বল কেমনে যাইবি সেথায় রইবি জম-আধারে
ভাবিসনে জন বাঁচবি তক্ষন মুমিন না হই মরে
পাইবি না তুই পাড় যেদিন যাইবি আপনা ঘরে।

২৬/৫/২০২১-আউশনারা,মধুপুর,টাংগাইল।