হৃদয় শুধু কাঁদে অপার
জলে দু:খ ঝরে বেসুমার
কে বুঝিবে হায় বলো কে দেখিবে হায়
আমার জরির হৃদয় শুধুই কেঁদে যায়।
পিছন ফিরে তাকানোয় মানা
অনাহূত তা ছিলোই না জানা
এ বিভূঁইয়ে আমার পর আপনা কে আছে?
কিম্ভূত এ জীবন দেখি ষোল আনাই মিছে।
কে বুঝিবে হায় বলো কে দেখিবে হায়
আমার জরির হৃদয় শুধুই কেঁদে যায়......।
আশা তব,তব আশা-মুমূর্ষুরে দিলো দরিয়া
তৃষ্ণা বোধে কিঞ্চিত খোঁজে হয়েছি মরিয়া।
আশা মম,মম আশা-আগুন রাঙা জাফরান
দিবা ভাগের কিরণ তুমি আঁধার অফুরান।
আপনাতে আপন হৃদয়-বিদগ্ধ আর পানসে
হেয়ালি মন তুমায় খুঁজে শুকসারীর মানসে।
হাসিখুশি মুখটা তুমার বাতাসে ভাসা সুগন্ধি
প্রিয়তমা সাইকিয়াট্রিষ্ট,তুমাতে হয়েছি বন্দী।
হৃদয় শুধু কাঁদে অপার
শূন্য থেকে শূন্যে ওপার
কে বুঝিবে হায় বলো কে দেখিবে হায়
আমার জরির হৃদয় শুধুই কেঁদে যায়।
২০/০৭/২০২৩-ময়মনসিংহ