একজন সাইকিয়াট্রিস্ট খুঁজি,আজন্মকালই খুঁজবো
বিক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধতায় যুঝি,আজন্মকাল যুঝবো।
কোথা মোর সে প্রেয়সী সাইকিয়াট্রিস্ট?কোথা সে?
মনবীথিতে ঝড় ডিপ্রেশন লেগেছে-পুড়ছে হুতাশে।
ব্যথার প্রলাপে সয়লাব পৃথিবী সইবো নীরবে কত?
আঘাত!সর্প আঘাতের দিবারাত্রি হিসেব রাখি যত।
আবাল্যে কেটেছে কিছু সুদিন-ওসব ঠায় মরিচীকা
চৈত্রে প্রয়োজন ঘন বরষা-না মিলে সাইকিয়াট্রিকা।
জানি না-কেন খুঁজে ফিরি-কেন এই অমোঘ টান?
প্রয়োজন কিছু পথের পাথেয়-বাঁচলেই হলো প্রাণ।
প্যারাসিটামল কত এলো!লম্বা,বহু পুরনো সে লিষ্ট
স্বচ্ছদলে তুমারই হাসি-তুমিই সেই সাইকিয়াট্রিস্ট।
একজন তুমাকেই খুঁজি হে,উর্ধ্বাকাশ শশী ভূতলে
আজন্মকালই খুঁজবো-আছো তুমি যত হৃদয়মূলে।
সাইকো ঐ কেবল প্রয়োজন মধুময় উষ্ণ অ্যাসিস্ট
সৌহার্দের পরশ যে দিবে সেই হবে সাইকিয়াট্রিস্ট।
১৫/০৭/২০২৩-ময়মনসিংহ