মুনাফিকরা স্লোগান ধরে উন্নয়নের ধোঁয়া তুলে
লুটেরা সব নিচ্ছে লুটে বঙ্গপিতার বয়ান ভুলে।
আর কি বলি?কারে দোষে চলি?জাতীয় রোগ
থামবে কেনো ওরা?হারাম লাগে মোহনভোগ।

৭১ এর বাক্যগুলোই কি কালেমা শেখ বঙ্গের?
‘ডাইরেক্ট একশন’ নগ্ন স্লোগান পাঁজি সংঘের।
পথ কুকুরদের অমিয় বচনে ওরা বলে না সত্য
রাস্তা থেকে মুত্রালয়ে খোঁজে নতুন ধর্মের তত্ত্ব।

কোথায় ইসলাম?এখানে তাগুতের আইন চলে
ব্যাক্তি ধর্মের পতাকা লয়ে মূর্খ ছুটে দলে দলে।
নানান কিসিমের চেতনায় ওরা এনেছে ভাষণ
আর কি লাগে অন্ধের দেশটায় করতে শাসন?

শান্তির ধর্মের এই দেশে বাড়ছে শিরকের কদর
৭ই মার্চেই মুক্তি-মিথ্যে উহুদ বলে তুচ্ছ বদর!
যোগ্যের শিষ্য বিষাক্ত কীট,সত্য পথ না চিনছে
অর্থ পদের লোভ দেখিয়ে যুবাদেরকে কিনছে।

পিতা বুঝি এমন ছিলো পশুর দল যা বুঝাচ্ছে?
অন্যের আদর্শ ফেরি করে জীবিকা যোগাচ্ছে।
তোদের মুখে বোলতা পড়ুক জাতির রক্তচোষা
তোদের মিথ্যার দম্ভনাশে আসুক ন্যায়ের ঊষা।

সাবিয়্যার অপমৃত্যুকে রঙ চড়িয়ে বলিস শহীদ
অস্ত্রাঘাতে মুখ মেরে ইসলামটাকে করবি রহিত?
তোদের ঝান্ডা ধুলয় গড়াবে সত্য হবে সমাসীন
বীরের জাতি জাগবে হে এখন যদিও উদাসীন।

কাগজওয়ালীর“নিবে ভাই?”আর সহ্য হয় না!
ভাষণ প্রচারে ঐ গাড়িটা কাগজ কেন লয় না?
জনমতের হত্যাকারী সাঁজোয়া বাহিনীর দস্যুরা
নাম ভাঙিয়ে করেছে বেধুম নগ্ন নৃত্য অসুররা।

রিকশা চালকও দিচ্ছে তোদের নিত্য অভিশাপ
কোন আফিমে দ্বীন ভুলেছিস?করবি অনুতাপ।
কে রব তোদের আর কার হুকুম মানিস বেদ্বীন?
সব জুলুমের বিচার হবে,পাওনা পাবি সেদিন।

দেশদ্রোহী তোরা-বক ধার্মিক-তোরাই স্বার্থপর
তোরা ভ্রষ্ট আবেগে গাদ্দারি করিস অপরাপর।
স্লেচ্ছ তোদের জাতীয়তায় টুকরো উম্মাহ হেম
লেবাসধারী মুসলিম তোদের কপট দেশপ্রেম।

ব্যাক্তি পুজার শিরক আঞ্জামে নিমগ্ন অদ্যাবধি
ওরে ফেরাউনের দল,শয়তানের আচ্ছা জ্ঞাতী!
মানুষকে তোরা মানুষ ধরিস না,যেন সবে যন্ত্র
আঁতে লাগে মারিস কাটিস পড়ে কুফুরির মন্ত্র।

বীরের জাতি জাগবে হে জাগবে রে এক দিন!
নিত্য আঘাত লাঞ্ছনাতে শোধবি তোদের ঋণ।
চলরে তোরা শেষ চলনে উম্মাহ এখন ঘুমিয়ে
আয়ুবীরা আসছে শীঘ্রই,রাখিস তাদের দমিয়ে!

০৭/০২/২০২২-তাজগার্ডেন,কাচিঝুলি,ময়মনসিংহ।