কেউ সঙ্গ দিতে চায় না-পথ পিচ্ছিল কর্দমাক্ত
ভীতসন্ত্রস্ত ওরা নিজেদের নিরাপত্তায় আসক্ত।
সুখের স্লোগানে দুঃখ-আফিমখোর তবু বুঝে না
শৃঙ্খলে পোড়া ইট ওরা মুক্তির স্বাধ খোঁজে না।

কেউ সঙ্গ দিতে চায় না-যদি পিছলে পড়ে যায়
দূর্বোধ্য জড়তা ওদের-আলগোছে চলবে ঠায়।
জ্ঞান ছড়ানো মাঠে ঘাটে বইগুলো তার বাহক
খুপড়ি ঘরে কিসের সন্ধান করো হে মূর্খ নাহক!

কেউ সঙ্গ দিতে চায় না-অজুহাত দেখাতে ব্যস্ত
ভাগ্য গড়বে ওরা-যেন তা ওদেরই হাতে ন্যাস্ত।
ইলমে দ্বীনের গভীর সলিলে অবগাহন করেছি
দুনিয়া অর্জনে আজ অনেকটা পিছিয়ে পড়েছি।

কেউ সঙ্গ দিতে চায় না-এসেছি রাত শেষ প্রহর
পায়ে বিঁধেছে বেলকাঁটা ব্যাথাচ্ছন্ন শরীর শহর।
পেয়াস লেগেছে,গত হয়েছে,পানি তবুও পাইনি
দিয়েছে ওরা তৃষ্ণা বৃদ্ধিশীলা যা কখনো চাইনি।

কেউ সঙ্গ দিতে চায় না-দূরন্ত হিংস্র সব ঘোড়া
আরোহী হতে চাইনি হে-ক্লান্ত হয়নি পা জোড়া।
বৃথা টিটকারি,আমাকে বলো গন্ধহীন কিংশুক!
বিষাক্ত ফোঁড়া হতে হৃদয় দ্রুত আরোগ্য হোক।

১৮/২/২০২২-তাজগার্ডেন,কাচিঝুলি,ময়মনসিংহ।