গাইরাত জেগেছে,চলেছি আমি-
সঙ্গে নিয়েছি আমার প্রিয় কাফন
যদি মরে যাই তবে হয়েছি দামী
খুনরাঙা দেহ মোর করিও দাফন।
ময়দান হতে যদি না আসি ফিরে
আর যদি না দেখো আমার এ মুখ
বাবা!জেনো পৌঁছে গিয়েছি তীরে
শহীদী তামান্নায় বেঁধেছিলেম বুক।
ফজরে ডেকে যদি হও বিফল-
আর যদি না শোন সর্দি-শোরগোল
বাবা!জেনো সুপথে হয়েছি সফল
তাহাজ্জুতে প্রার্থনা হয়েছে কবুল।
দোয়া করো তখন বাবা মন ভরে-
আফসোস রেখো না বৃথা তুমি কভু
তাগুত বধে শহীদ হয়েছি যে লড়ে
সাক্ষী তো হবেন আমার স্বয়ং প্রভু।
শহীদী কাফেলার হয়েছি সাথী-
মাড়াতে হবে কণ্টকাকীর্ণ বহু পথ
আর যদি না ফিরি ঐ নিশুত রাতি
জেনো ছেলে তার রেখেছে শপথ।
রক্ত পিচ্ছিল পথে চলেছি আমি-
সঙ্গে নিয়েছি আমার প্রিয় কাফন
যদি মরে যাই কাল লড়াইয়ে নামি
খুনরাঙা দেহ মোর করিও দাফন।
০৮/০২/২০২২-তাজগার্ডেন,কাচিঝুলি,ময়মনসিংহ।