সত্যানুসন্ধানের মিথ্যানামায়
জ্বলছে নীতির বাড়িঘর
একদিন হয়তু বলবে আমায়
আমি বোমার কারিগর।
পড়ার টেবিলে রাখি যত বই
মাথা ঠুকি ঐ মসজিদে
একদিন জঙ্গি বানাবে তুচ্ছই
অথচ অধম সাদাসিদে।
কথায় কথায় কুরআন তুলি
এটাও লিখবে অপরাধ
কেন অত্যাল্পে সৎ সঙ্গে চলি
মিথ্যায় কেন জড়াভাব!
কেন মিশিনা তাদের মিশিলে
দাড়ির গোছাটাও বেশ
ভয়ঙ্কর সব খুঁত পুনঃ দূষিলে
জঙ্গির লক্ষণ অশেষ।
ছিলেম প্ল্যানে অমুকের সঙ্গী
এটুক বলবেই তৎস্থলে,
অমুক সংগঠনের শীর্ষ জঙ্গি
আলোকিত জ্ঞানী হলে।
তুমাদের ফায়সালা এরকমই
দিবে সেই মিথ্যা অপবাদ
অপ্রস্তুত কি প্রস্তুত যেরকমই
নিঃশ্বাসেও চলবে বিবাদ।
এখনও অশ্রু ফেলছি পাথরে
শেওলা হলেও যদি জোটে
প্লাজমা দিবো আমৃত্যু সাদরে
যদি একটি ফুলও ফোটে!
ইনতিকাম স্পৃহা বিদগ্ধ রেকি
ইয়া উখতি!ইয়া আখুন!
ধামাধরা পশুতে উচ্ছাস দেখি
সর্বময় নমরুদি আগুন।
চলছে জুলোম-প্রতিকার নাই
কণ্ঠ উচ্চ বলে তীক্ষ্ণ হলে
জঙ্গি!জঙ্গি!পাকড়াও সবাই!
অসংখ্য যুবা যাচ্ছে চলে।
সন্ত্রাস!সন্ত্রাস!এটুকুতেই ব্যাস
ধরবে পিটাবে টুপিওলা
জঙ্গি ট্যাগে গুজে স্বার্থ বিশেষ
রক্ষক ভক্ষক কুপিওলা।
কে শোন হাহাকার এ আহ্বান
ভঞ্জনে সার্কাসের নাটক
দাঁড়াবোই সিনাখান করে টান
শামিল হও তুমি পাঠক।
১১/১১/২০২২-আউশনারা,মধুপুর,টাংগাইল।