নারীরা শিকল ছিঁড়েছে বহু সাধনা করে
বেরিয়ে পড়েছে ফিৎনার সন্ধানে
নারীরা শিকল ছিঁড়েছে,থাকবে না ঘরে
বেরিয়ে পড়েছে ওরা ইস্পাহানে।

বেরিয়ে পড়েছে নারীরা হিজাব পুড়িয়ে
নেমেছে আস্বাধনে পূর্ণ স্বাধীনতা
বেরিয়ে পড়েছে নারীরা যিকর তুড়িয়ে
নেমেছে চুকিয়ে সত্যের অধীনতা।

নারীরা ছড়াচ্ছে মঞ্চে দাজ্জলী সুর তাল
পুরুষরা হচ্ছে কেবলি বন্য পশু
ইরান তুরান মাগরিব মাশরিক নাজেহাল
নারীরা হচ্ছে সহজলভ্য বস্তু সু।

বাঁধন ছিড়েছে নারীরা ইহুদী চক্রে পড়ে
তন্ত্রমন্ত্র যত অধিকার সব ধোঁকা
পুরুষরা জ্ঞানশূন্য আজ জীবিকার চরে
পরিবার নেই,বুঝছে না সে বোকা।

সুখ-তন্দ্রা ছেড়ে ওঠো,জাগ্রত হও বোন
প্রিয় ভাই,এসো একটু স্থির হও
বিলাসিতা কেন খুঁজো?বয়স এতটুকুন
কোরআন খুলে শিফা টুকে লও।

হিজাব জেনো পরিচ্ছন্নতা,নোংরামি নয়
হিজাব নারীর নিরাপত্তা প্রদান
হিজাব করে অগ্রসর হও,অধোগামী নয়
হিজাব মুহসিনার আভ্রু সম্মান ।

আফসোস!নগ্নতাকেই বলো আধুনিকতা
ফেঁসেছো নারীবাদের ধুম্রজালে
অজাচার কিভাবে হলো নান্দনিক প্রথা?
ফেঁসেছো শয়তানের ছলাকলে।

ফিরে এসো,ঊষর যারা তারা যাবে যাক
জীবনরেখাটা ভুলে যেও না হে
নারীর ফিৎনায় পড়ো না,ওটা মৃত্যু বাঁক
ইসলামটাকে ছুঁড়ে দিও না হে।

২৬/০৯/২০২২-আউশনারা,মধুপুর।