টিয়াগুলোর বারবেড়েছে
বলছি নে মিছামিছি,
সুযোগ পেলেই চাষীর ফসল
খাচ্ছে দিবানিশি।
ফুল ফলে দিচ্ছে হানা
খেত থেকে হচ্ছে না দূর,
মরফিনে বুঁদ টিয়ার দল
পাক্কাই আফিমখোর।
আফিমখোরদের কে থামাবে?
থাগ্গে যত যাগ্গে
নেশায় টললে বিন্দু আমি
ভয়ঙ্কর তকমা ভাগ্যে।
দুগ্ধ শুভ্র রসের মেলায়
টিয়ার দলে বাঁধনছাড়া
আমি একটু নড়লে চড়লেই
কেন তবে সর্বহারা?
আফিমখোর টিয়া,
ম্যাসাকারে শুনরে দিয়া মন
বুকফাটা আর্তনাদে
গুণছে সবাই মুক্তির ক্ষণ।
জ্বালাস নে আর,কণ্ঠে কণ্ঠে
শোন ঐ বজ্রধ্বনি!
দেশমাতৃকার শস্যখেতে
তদের জীবন নষ্ট ননি।
আফিমখোর টিয়া,
কারোর আর করিস না চুরি
যা করেছিস শখের বসে
নেহাত সুখে,মাফ দূরী।
যা যা নীড়ে ফিরে যাহ
আফিম ফাঁদে পড়েছিস
ব্যথিত স্বর প্রায়শ্চিত্ত কর
যতটা ক্ষত করেছিস।
আব্দুল্লাহ আল আহমেদ
আউশনারা,মধুপুর।
❝পাতশো টাকা আর গো মাংসে ভাত খেয়ে দেশমাতৃকার সাথে বে-ইনসাফি করা লোক গুলোই আফিমখোর টিয়া-আমাদের তরুণ প্রজন্ম,ব্যতিক্রম অল্পই,বাকিরা খন্দক সুন্নি❞