আমি শুয়ে আছি নিরবে আমার বারান্দায়
রাত নিভে আসে আজানা চোখের ইশারায়
আমার মনের আশা মনেই রইল জেগে হায়
তোমার স্মৃতিরা শুধু শুধু দুঃখ দিল সর্বদাই।
পুরাতন দিনের কথা আছে এ বুকেতে গাঁথা
মনে করি প্রত্যাশা আমার শুধু বাড়ে হতাশা
জড়িয়ে গায়ে দিবারাত্রি কাঙালি ছেঁড়াকাঁথা
আমি আজ করিলাম পরবাস সুখের পিয়াসা।
চাঁদের আলোয় ঝিকিমিকি ঐ আকাশ পান
আমার এগায়ে স্নিগ্ধ বাতাসে বিদারে পরান
বাহিরেতে উঁকি দিয়ে চেয়ে দেখি ডুবিল চান
এখন ধুকে ধুকে মরে পরান বুকের দরজায়।