কার বাঁশী বাজেরে উদাসী-সুরে
বেণু বনে তাহা-কে বা জানে।
সে বাঁশরীর মধুর সুরে গো
ঝরে ঝরঝর ঝরনা পাষাণে ।।
একে তো বসন্তের সন্ধ্যা অলস
ওগো তাতে আমার কাঁচা বয়স
ওঠে জাগিয়া, প্রাণে লালস,
ছোটে প্রাণ বাঁশুরিয়া পানে।।
সুর বাঁধিতে বসি মনে মনে
বঁধু ডাকে কেঁদে বাঁশীর স্বনে।
যারে খুঁজিতেছি ভক্তি-ভরে
তার স্বভাব যে সুরে পাগল করে,
কারও দুখ তার মনে নাহি পড়ে
মোর বেদনা বুকে গুমরে মরে
পরান আমার বাধা নাহি মানে ।।