তোমার প্রেমে জ্বলে-
পুড়ে হইলাম ছাই
ওরে গুণের বন্ধু গো
তোমারে কোথায় পাই।
আমার মন দিলাম তোরে
দিল্ তোমার কাছেতে রে
কোন বিদেশে তুই গেলিরে
কোথা গিয়ে ভুলে গেলিরে
আমার কথা মনেতে নাই ।।
বারমাস চিরকালে আমি
শুইলে বিছানে
তোর কথা উঠে আমার মনে
কোন কিছুতে এই জীবনে
স্বস্তি আমি নাহি পাই।।