মনে মনে সারামনে লাগলো আগুন
দিনে দিনে বেড়ে হয় যে দ্বিগুন।
তোমার চোখে আমার খুন
দুরুদুরু করে ওঠে বুকে কাঁপন
এই জীবন তোমার তরে-
আমি দিয়েছি যে বিলিন করে
ওগো আমার মরণ আমার জান
আমার জীবন জুড়ে লাগালে ঘুণ।
হয়নি কভু মনের মিলন
নিরালায় খোঁজে তোমার মন
আমার পরাণ কাঁপে লাজে
বলতে সে কথা কলিজায় বাজে
কোন উপায় পেলে ফিরে যেতে চাই
তুমি খুনী করেছ দিন দুপুরে খুন।